• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পারিবারিক বিরোধে সৎ ছেলের মারধরে পিতার মৃত্যু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
পারিবারিক বিরোধে সৎ ছেলের মারধরে পিতার মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধে সৎ ছেলের মারধরে পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৎ ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত পিতার নাম কামরান মিয়া (৬০)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতি এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে সৎ ছেলে রাজু আহমদের (৩০) বিরোধ চলে আসছিল। শুক্রবার পিতা কামরানের রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। পরে স্থানীয়রা আহত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনাচর্জ আব্দুন নাসের জানিয়েছেন, স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে, এরই জের ধরে ছেলে তার সৎ পিতাকে মারধর করে। ঘাতক সৎ ছেলে ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।