• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি বলে জা‌নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তি‌নি বলেন, সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সংস্কারে ইতোমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ এলজিইডির প্রধান কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। এসময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।