বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানহানির পাঁচটি মামলায় খালাস পেয়েছেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক চারটি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন একটি মামলায় তাকে খালাসের আদেশ দেন।
জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিনসহ মানহানির পাঁচটি মামলা করেছিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক পাঁচ মামলায় খালেদা জিয়াকে খালাস দেন।
এদিন আদালতে খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, “চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া।”
এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন বলে জানান আইনজীবী।