সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরাহর ছদ্মবেশে সৌদিআরবের জেদ্দায় পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে আটক করেছে র্যাব।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-৯ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ইহরামের কাপড় বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাধা অবস্থায় তাকে আটক করা হয়।
র্যাব-৯ ও এর মিডিয়া সেল রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন সালাউদ্দিন। তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এই সালাহউদ্দিন।