• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটবাসীর মনে দেশ বিজয়ের আনন্দ নেই : বিএন‌পি

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪
সিলেটবাসীর মনে দেশ বিজয়ের আনন্দ নেই : বিএন‌পি

বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়ে আনন্দিত, কিন্তু সিলেটবাসীর মনে সে আনন্দ নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সি‌লেট বিএন‌পির নেতাকর্মীরা।

রোববার (১৮ আগষ্ট) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ‘আয়নাঘরে বন্দী’ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনু‌ষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথ‌া ব‌লেন।

সিলেট জেলা বিএনপির উ‌দ্যো‌গে মানববন্ধ‌নে বক্তারা আরও ব‌লেন, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। তাঁকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার ‘গুম’ করে রেখেছে। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ করে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি জা‌নি‌য়ে ব‌লেন, বর্তমান অন্তবর্তীকা‌লিন সরকা‌রের কা‌ছে আমরা দা‌বি জানা‌চ্ছি, দেশ নায়ক তা‌রেক রহমান‌কে দ্রুত দে‌শে ফেরা‌নোর সকল প্রতিবন্ধকতা দূর করতে হ‌বে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, মঈনুল হক চৌধুরী, হাসান পাটওয়ারী রিপন, নজিবুর রহমান, তাজরুল ইসলাম, কোহিনুর আহমদ, আবুল কাশেম প্রমুখ।