• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, অ‌ভিযোগ সমন্বয়ক সারজিস আলমের

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, অ‌ভিযোগ সমন্বয়ক সারজিস আলমের

বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোলনে আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অ‌ভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তি‌নি অ‌ভিযোগ করেন, শরীরে গুলি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছেন।

সরকারি হাসপতালগুলোতে সঠিক চিকিৎসা মিলছে না বলেও তিনি অভিযোগ করেন।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে সারজিস এসব কথা বলেন।

 

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতালগুলোতে শয্যার বিপরীতে দ্বিগুণ রোগী রয়েছেন।

 

আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে সারজিস বলেন, 

সরকারি হাসপাতালে শয্যা সংকট থাকলে আহতদের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হবে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো আন্দোলনকারীদের কাছ থেকে চিকিৎসার নামে লাখ লাখ টাকা আদায় করেছে। এসব টাকা ফেরত দিতে হবে।

এই সমন্বয়ক আরও বলেন, আন্দোলন চলাকালে হাসপাতালের রেজিস্টার খাতা ও সিসিটিভি ফুটেজ তৎকালীন রাষ্ট্রীয় বাহিনী লোপাট করে। সেই ফুটেজ ও নথি উদ্ধার ও সংরক্ষণ করা হবে।