• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উপশহরে ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী মিছিল

bijoy71news
প্রকাশিত জুলাই ৩০, ২০১৬

11111সারাদেশে বিএনপি-জামায়াতের মদদপুষ্ঠ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের নেতৃত্বে গতকাল শনিবার নগরীর শাহজালাল উপশহর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট ল’ কলেজের সামনে এক পথ সভায় মিলিত হয়।
২২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন। বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ সুমন। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এম.আর চৌধুরী নাসির, শাফরাত হাছান, সাইফুর রহমান, সৈয়দ নাহিদ, সৌরভ চাকলাদার, সুলতান শাহজাহান তুহিন, সৈয়দ শিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম তুষার বলেন, বিএনপি-জামায়াত দেশে ইসলামের নামে জঙ্গীবাদ করছে। তারা মুসলমান নয়। তারা দেশ ও জাতির শত্রু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন এই কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে জঙ্গী কর্মকান্ড পরিচালনা করছে। তবে এদেশের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগ কোন অবস্থাতেই জঙ্গীবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। বিজ্ঞপ্তি