আজমির শরিফ জিয়ারত করতে ভারতের দিল্লী গেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত সাড়ে ৯টায় তিনি শাহজালাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন।
আলম খান মুক্তি জানান, তিনি দিল্লির আজমির শরিফ জিয়ারত করে তিনদিন পর সিলেটে ফিরবেন। তাঁর সাথে আছেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য রিমাদ আহমদ রুবেল। সময় সল্পতার কারণে অনেকে বলে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি