• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশে শীঘ্রউ আরও ৬ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ‌্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুন ১০, ২০২৪
দেশে শীঘ্রউ আরও ৬ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ‌্যমন্ত্রী

ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য আরও ৬ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

রোববার (৯ জুন) সংসদের বৈঠকে ৭১ (ক) বিধিতে এমপিদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান সামন্ত লাল সেন।

বরগুনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন জামান এবং স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।

লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের জন্য ৬ হাজার নতুন চিকিৎসক (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগের উদ্যোাগ নেওয়া হয়েছে। সে জন্য প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে।’