ভারতের ঢল ও বৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করেছে কুশিয়ারা নদীর পানি। এতে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস মোল্লা জানান কুশিয়ারা নদী (ফেঞ্চুগঞ্জ) এর বিপদসীমা ৯.৪৫ মিটার।
মঙ্গলবার (৪ জুন) বেলা ৩টায় ৩১সেন্টিমিটার বেড়ে ৯.৭৪ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পার ছুইছুই হয়ে গেলেও এখনো কোন অঞ্চল প্লাবিত হবার খবর পাওয়া যায় নি। বৃষ্টি বা ভারতের ঢল বাড়লে নদীপার টপকে বন্যা আক্রান্ত হতে পারে বলে ভয়ে আছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে নদীপারের বাসিন্দাদের ফেলেছে দুশ্চিন্তায়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান, আমরা ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। সেই সাথে প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও যথেষ্ট মওজুদ আছে। আমরা নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। তবে এখনো পর্যন্ত কোন আশ্রয় কেন্দ্রে কেউ আসেন নি।