দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সমাবেশ সফল করায় সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।
রোববার (১৭ জুলাই) মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি ও যুগ্ম-আহবায়ক মুশফিক জায়গীরদার প্রেরিত এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁরা বলেন, গত শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রতিহত করতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি যুবলীগ কৃতজ্ঞ। যুবলীগের সকল কার্যক্রম সফল করতে ভবিষ্যতেও সকলের সহযোগিতা থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।