গোলাপগঞ্জের মীরগঞ্জে মাহে রমজান উপলক্ষে খেলাফত মজলিসের উদ্যোগে ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ রমাজন) স্থানীয় কুশিয়ারা পার্টি সেন্টারে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের যৌথ উদ্যোগে পুরস্কার ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
ভাদেশ্বর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও শরীফগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মাওলানা
সালেহ নজীব আল আইয়ূবী, জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সাবেক সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আবু ফেরদাউস, হাফিজ মাওলানা আব্দুস সালাম, সিলেট জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, সিলেট মহানগর যুব মজলিসের সদস্য ছাদিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ উপজেলা যুব মজলিসের আহবায়ক মাহবুব আহমদ শাহনুর, শরিফগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি নাঈম আহমদ, খেলাফত মজলিস নেতা হাফিজ ফায়েক আহমদ, ঈসা আহমদ, ছাত্র মজলিসের কর্মী মুজাহিদুল ইসলাম, আব্দুল মজিদ, মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী বোরহান উদ্দিন, কবির আহমদ, ফখরুল ইসলাম, মিনহাজ আহমদ, ছালিকুর রহমান, তারেক আহমদ প্রমুখ।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে ইফতারপূর্বে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম জিহাদী।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকাদক্ষিণ মাদরাসার শিক্ষার্থী মুফিজুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করে মুহিউসনুন্নাহ মানিককোনা মাদরাসার শিক্ষার্থী মামুন আহমদ, তৃতীয় স্থান অর্জন করে শরীফগঞ্জ মাদরাসার শিক্ষার্থী আব্দুল মজিদ।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আয়শা সিদ্দীকা মাদরাসার শিক্ষার্থী মশহুদ আহমদ, দ্বিতীয় স্থান অর্জন করে আমকোনা মাদরাসার শিক্ষার্থী নুরুল মুত্তাক্বিন, তৃতীয় স্থান অর্জন করে আয়শা সিদ্দিকা মাদরাসার শিক্ষার্থী রাহিয়ান হোসেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফিজ আব্দুল্লাহ আল মামুন, ক্বারী জাবের আল মাহমুদ, হাফিজ তোফায়েল আহমদ ও হাফিজ মাওলানা নুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও নগদ টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।