• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া হাসপাতালে

bijoy71news
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪

শারীরিকভাবে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শনিবার (৩০ মার্চ) রাতে গুলশানের বাসা ফিরোজায় যান একদল চিকিৎসক।

শামসুদ্দিন দিদার জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসকের বরাতে জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হবে।