• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারকে পিছু হঠতে বাধ্য করা হবে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৮

বিজয়৭১নিউজ ডেস্ক : বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, সরকার নজিরবিহীন জুলুম-নিপীড়নের পথে দেশকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছে। আন্দোলনের পথেই সরকারকে পিছু হঠতে বাধ্য করা হবে।

৮ অক্টোবর রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘জুলুমবিরোধী’ বিক্ষোভ-সমাবেশে তারা এ অভিযোগ করেন।

বাম গণতান্ত্রিক জোটের গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী জুলুমবিরোধী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতিত্ব করেন।

এতে আরও বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সহকারী সাধারণ সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফকরুদ্দিন কবির আতিক।

সাইফুল হক বলেন, জুলুম, দমন, নিপীড়ন, গ্রেফতার, গায়েবি মামলা সরকারের শক্তি নয়, বরং সরকারের বেসামাল অবস্থার বহিঃপ্রকাশ। নিজেদের নিরাপত্তা বর্ম হিসেবেই তারা জনগণ ও গণমাধ্যমের ওপর অগণতান্ত্রিক ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ চাপিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। আন্দোলনের পথেই সরকারকে পিছু হঠতে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের নেতা অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, অধ্যাপক প্রশান্ত সাহা ও নিত্যানন্দ সরকারকে বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। আটক রয়েছেন ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের নেতা মারুফ হোসেন। ৫৭ ধারায় গ্রেফতার রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম। প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে এখনও মুক্তি দেয়া হয়নি।

বি৭১নি/জেএ/বিনিডে