• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে আদালতে কর্মরত অবস্থায় আইনজীবীর মৃত্যু

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪
মৌলভীবাজারে আদালতে কর্মরত অবস্থায় আইনজীবীর মৃত্যু

মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অমল কান্তি চৌধুরী (৬৭) নামে এক প্রবীণ আইনজীবী।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে জেলা আইনজীবী সমিতির বারে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অমল কান্তি চৌধুরীর বন্ধু অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান।

তিনি জানান, সকালে অমল কান্তি চৌধুরী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে, তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন।

অ্যাডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুরিয়া গ্রামে।

এদিকে অ্যাডভোকেট অমল কান্তি চৌধুরীর এমন অকস্মাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না আপনজনেরা। বিকেলে নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।