সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী সহ চার বিএনপি নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়ার আদালত কোতোয়ালী থানার জিআর ৬৩২ও ৬৩৪/২০২৩ নং মামলায় তাদের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মামলায় বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার প্রাক্ষালে তারা উক্ত আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।
আদালত দীর্ঘ শুনানী শেষে বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন এবং আদালতের অনুমতি ছাড়া তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম সোহেল বলেন, আসামীগণ আদালতে অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন না।