সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, অ্যাডভোকেট বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সমাবেশ সফল ও সার্থক করতে সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মহানগর যুবলীগের আহ্বান আলম খান মুক্তি। বিজ্ঞপ্তি