• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের ৪টি আসনে নৌকা চান ৩৬ জন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছেন ৩৬ জন নেতা। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন এসব আসনের বর্তমান সংসদ সদস্যসহ কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং প্রবাসীরা।

স্থানীয় নেতাকর্মীদের তথ্যমতে জেলার ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন—

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আমেরিকা প্রবাসী মো. সিরাজুল ইসলাম ও মো: মোছাব্বির হোসেন দলীয় মনোনয়ন প্রত্যাশী।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান, পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, সিলেট বিএমএ’র সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. সদরুল আলম খান পলিট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কামাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান শামীম এই আসনে মনোনয়ন প্রত্যাশী।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গাফ্ফার, শেখ রাসেল জেলা কমিটির উপদেষ্টা শিল্পপতি মো. জিল্লুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী টিপু আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ চৌধুরী দলীয় মনোনয়ন প্রত্যাশী।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এ আসন থেকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা নবারুণ দাস রিপন, মো. আকরাম খান দলীয় মনোনয়ন প্রত্যাশী।