• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টানা দ্বিতীয়বার জাপার প্রেসিডিয়াম মেম্বার হলেন এটিইউ তাজ রহমান

bijoy71news
প্রকাশিত জুন ২, ২০১৬

a.t.u taj rahmanজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (২জুন)। পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে পুনরায় ‘প্রেসিডিয়াম মেম্বার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে দলের সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমানকে। তাঁকে এই দায়িত্ব প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
এটিইউ তাজ রহমান বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আবারো আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দলের প্রতি আর আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। তিনি জাতিয় পার্টির সকল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
তাজ রহমান বলেন, ‘এবার যাঁরা প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন তাঁদের নেতৃত্বে জাতীয় পার্টি নব উদ্যমে যাত্রা শুরু করে ৬৮ হাজার গ্রামজুড়ে, বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিতে কাজ করবেন।’
তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে দলের প্রেসিডিয়াম থেকে সরাতে ষড়যন্ত্র করেছেন। কিন্তু দলের চেয়ারম্যান আমার শ্রম আর দলপ্রেম দেখে আমাকে আমারো প্রেসিডিয়ামে ঠাঁই দিয়েছেন। শুধু তাই নয়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে ৩৭ নম্বর প্রেসিডিয়াম মেম্বার থেকে এবার ৩০ নম্বর প্রেসিডিয়ামে নিয়ে এসেছেন। আমি আমার রাজনৈতিক অভিভাবক পল্লীবন্ধুর কাছে চিরঋণী।’
তিনি বলেন, ‘এ প্রাপ্তিতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ৯০ এর উত্তাল দিনগুলো কথা। আমার ছাত্র সংহতির রাজনীতির রাজপথের সকল সহযোদ্ধা, দেশে ও প্রবাসের সকল সাথি এবং নির্বাচনি এলাকার সর্বস্তরের জনগণকে এবং আমার মরহুম পিতা, মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী, সন্তানসহ পরিবারের সকল সদস্যকে। একই সাথে স্মরণ করছি, যাঁদের ত্যাগ আর ভালোবাসায় আমার পথচলা সেই সব নেতাকর্মীদের। এগিয়ে যাওয়ার পথে যেসকল সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সহকর্মী বন্ধুসহ সকলের প্রতি প্রকাশ করছি কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘সকলের দুআ আর ভালোবাসা নিয়ে আমৃত্যু মানবসেবা আর মানুষের কল্যাণে কাজ করাই আমার স্বপ্ন। আমি আস্থা, বিশ্বাস, স্নেহে এবং ভালোবাসায় নিয়ে বেঁচে থাকতে চাই সবার মাঝে।’