আজ বৃহস্পতিবার সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। তিনি সন্ধ্যা ৬টায় সিলেট এসে পৌঁছবেন।
আগামীকাল শুক্রবার তিনি জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির।
কর্মীসভায় সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতাকর্মীকে যতাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ ও মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। বিজ্ঞপ্তি