• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অনুমোদন ছাড়া ‘দই’ তৈরি, দুই প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে পৌর শহরে অবস্থিত একটি রেস্টুরেন্ট এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর বাজারস্থ আল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করে বাজারজাত করায় ২০ হাজার টাকা ও সান ড্রিংকিং ওয়াটার নামীয় একটি ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ছাড়া পেট্রোল পাম্প ও বিভিন্ন দোকানে ওজন যন্ত্র পরীক্ষা করে সতর্ক করা হয়।

অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমন সাহাসহ থানা পুলিশের একটি দল।