• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রিসোর্টে পর্যটক হ ত্যা : প্রধান আসামি র‍্যাবের জালে

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
রিসোর্টে পর্যটক হ ত্যা : প্রধান আসামি র‍্যাবের জালে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে করা হয়।

গ্রেফতারকৃত ওসমান গনি (৩৪) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, গত ২৫ আগস্ট সকালের দিকে ঢাকার ভাটারা থেকে এসে নুরুল আমিন রাব্বি, শরীফুল ইসলাম ও অজ্ঞাতনামা আরও দুজন পর্যটক শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে উঠেন। দুদিন পর (২৭ আগস্ট) দুপুরে রিসোর্টের স্টাফরা রুম চেকিং করতে গেলে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে গেস্টদের ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায় না। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলি এসে শরীফুল ইসলাম নামের পর্যটকের মরদেহ উদ্ধার করে। তার মাথা পেছন দিক থেকে থেঁতলানো ছিলো। কাঠ দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেছিলো ঘাতকরা। এতে মাথার মগজ বেরিয়ে পড়ে।

শরীফুল ইসলামের বাড়ি নরসিংদী হাঁটুভাঙ্গা রায়পুর গ্রামে। এ ব্যাপারে পরে তার স্ত্রী শাহরিয়ার আক্তার মুন্নী শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর ১ সেপ্টেম্বর পর্যটক হত্যার ঘটনায় শান্ত ঘোষ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার কাশিনাথ ঘোষের ছেলে।

জিজ্ঞাসাবাদে শান্ত পুলিশকে জানান, তিনি শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে চাকরি করেন। আগে একই প্রতিষ্ঠানে চাকরি করতেন হত্যায় সরাসরি জড়িত রাব্বি। রাব্বিই শান্তকে লেমন গার্ডেন রিসোর্টে নিয়ে আসেন।

তারা ২৬ আগস্ট সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে মদ পান করেন। হত্যার শিকার শরিফুল ইসলাম তাদের মদ খেতে নিষেধ করেন এবং একসময় তার পা লেগে মদের বোতল ভেঙে যায়। এতে চরম বাগবিণ্ডার একপর্যায়ে রাব্বিসহ তার অন্য দুই বন্ধু রিসোর্টের নিচ থেকে কাঠের বর্গা এনে শরিফুলের মাথায় আঘাত করে হত্যা করেন।

শান্ত পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তাদের মদের বোতল ও গাঁজা সরবরাহ করেন।

এদিকে, শান্ত আটক হলেও এ ঘটনায় মূল অভিযুক্ত ওসমান গনি এতদিন পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে আটক করে র‍্যাব-৯ ও র‍্যাব-১।

পরে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।