সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাড়ে ৫শ’ কেজি ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ১ নং বাংলাবাজার ইউনিয়ন অফিসের সামনের রাস্তা থেকে ভারতীয় চিনিভর্তি একটি অটো রিকশাসহ ওই ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আছমত আলীর পুত্র রফিক মিয়া (৩৪) ও বড়খাল গ্রামের ইউসুফ আলীর পুত্র মহসীন মিয়াকে (১৯) আটক করা হয়। চিনির বাজারমূল্য ৫৫ হাজার টাকা ।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা চিনিসহ আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।