• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘মার্কিন ভিসা নীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র’

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র’

‘মার্কিন ভিসা নীতি প্রয়োগে তোলপাড় সর্বত্র’ – এটি দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। এ খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

এ খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু করায় তোলপাড় শুরু হয়েছে সর্বত্র। অভিজ্ঞ মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ভিসা নীতির আলোচনা ছিল।আওয়ামী লীগ নেতারা বলছেন, ভিসা নীতির ফলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কারণ, তারা নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে সহিংসতা চালালে ভিসা নিষেধাজ্ঞায় পড়বেন। অপরদিকে, বিএনপি নেতারা মনে করেন, ভিসা নীতির কারণে ক্ষমতাসীনরা চাপে পড়বে।

দৈনিক সমকালে এ সম্পর্কিত খবরের শিরোনাম হলো-‘প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে সবাই’, খবরে বলা হচ্ছে, নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর বিভিন্ন পর্যায়ে নানা ধরণের বিশ্লেষণ চলছে। কারা কারা এ তালিকায় আছেন কিংবা কোন সুনির্দিষ্ট কারণ আছে কি-না বা যুক্তরাষ্ট্রে বসবাসরতদের পরিবারের সদস্যদের কী হবে বা আরও নিষেধাজ্ঞা আসবে কি-না এ নিয়েই চলছে আলোচনা।

ভিসা নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের একটি প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। মি. কুগেলম্যান সামাজিক মাধ্যম এক্স -এ প্রতিক্রিয়াটি দিয়েছিলেন। তিনি বলেছেন ভিসা বিধি-নিষেধ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে কি-না তা নিয়ে তার সন্দেহ আছে।

“বাংলাদেশের রাজনৈতিক অভিজাতদের মধ্যে অনেকের পরিবার যুক্তরাষ্ট্রে আছে। তবে ক্ষমতাসীন দল শেষ পর্যন্ত যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি জোরালো প্রতিবন্ধকতা হবে কি-না আমি নিশ্চিত নই,” বলেছেন তিনি।