• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় জিডি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
সিলেট বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় জিডি

সিলেট মহানগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।

 

তিনি জানান, গতকালের ঘটনায় যার আহত হয়েছেন তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা না হওয়ায় কোন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নি। তবে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবে।

উল্লেখ যে, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তাদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।