নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবেন দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে। তাঁর হাত ধরে হবে ডিজিটাল সংযোগ; স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি।
শনবিার (২৯ জানুয়ারি) রাত ১টায় বার্মিংহাম যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বার্মিংহামস্থ কভেন্টি রোড়ের একটি অভিজাত রেঁস্তোরায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। আর সেই প্রযুক্তির গতি সম্প্রসারণ করতে পারেন একমাত্র জননেত্রী শেখ হাসিনাই।
সাইফুল আলম বলেন, বার্মিংহাম যুবলীগ আজ আমাকে যে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছে তা চিরদিন মাতার মুকুট হিসেবে থাকবে। আপনারা ছাত্রলীগ থেকে ওঠে এসেছেন। আপনারা যুক্তরাজ্য থেকে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে যা যা করার তাই করতে হবে।
বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দেক আহমদ শ্যামল ও জামিল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কভেন্টি আওয়ামী লীগের সভাপতি মখদ্দুছ আলী বলেন, ইন্টারনেট, ভার্চুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস অ্যান্ড বিগ-ডেটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। দেশবাসীর জন্য এ চাওয়ার বাস্তবায়ন করতে চান বঙ্গবন্ধুকন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সকল উন্নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্মিংহামের সর্বস্থরের নেতাকর্মী প্রচারণা করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, মিডল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাবরু মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বার্মিংহাম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বশির মিয়া কাদির, সহসভাপতি শাহ রুকন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খাঁন নেপা, তথ্য ও গবেষণা সম্পাদক হোসাইন আহমদ, শ্রম ও জনশক্তি সম্পাদক এরশাদ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ, সিনিয়র সদস্য ম. আ. কাদির, মোস্তাফিজুর রহমান দিপু শেখ, জয়নাল আবেদিন, কবির সায়েক, যুক্তরাজ্য যুবলীগ নেতা আজম আলী।
বক্তব্য রাখেন, বার্মিংহাম শ্রমীক লীগের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক মখসুদ আলী, বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক কামলী, মিডল্যান্ড আওয়ামী লীগ নেতা সাহিদ আলী, রমিজ আলী, জয়নাল আবেদীন, আবুল হোসেন,মছব্বির আলী। ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সভাপতি মাহমুদ আলী, বার্মিংহাম যুবলীগের সহসভাপতি নাজমুল খান, হাফিজ উদ্দিন, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সহসভাপতি সানাওর আলী, সাধারণ সম্পাদক এ.কে.এম. আলী হোসেন, সেনডোয়েল যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সুহেল আহমদ, অর্থ সম্পাদক নজরুল মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, বার্মিংহাম যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন, হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মঈন চৌধুরী।
বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমদ সুয়েজ সভাপতির বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। নেত্রীর বার্তা পেয়ে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শেখ হাসিনার সেরা চমক হিসেবে অংশগ্রহণ করবেন। আমাদের বিশ্বাস সিলেট সিটি কর্পোরেশন আনোয়ারুজ্জামান চৌধুরীর হাত ধরে পুনরুদ্ধার হবে। নৌকার বিজয়ের মাধ্যমে বিএমপির কবল থেকে একযুগ পর মুক্ত হবেন সিলেট নগরবাসী। আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে বার্মিংহাম যুবলীগ সর্বোচ্চটাই করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।