• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় হামলার ঘটনায় সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৮

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসভবনে কোন কারন ছাড়াই উদ্দেশ্যমূলক ভাবে হামলা চালায় আইনশৃংখলাবাহীনি। এসময় তারা নেতাকর্মীদের দিকে গুলি বর্ষন করে ও ব্যাপক ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে আইনশৃংখলা বাহীনি বিএনপি’র অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীদের ধরে নিয়ে যায়। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, সরকার তার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, গ্রেফতার, হামলা, বাসা ভাংচুর করছে। মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন কারাগারে প্রেরণ করছে। আইনশৃঙ্খলাবাহিনীকে পোষ্য করে গড়ে তুলতে বেআইনী কাজে লাগিয়েছে। অবিলম্বে এসব স্বৈরাচারী কাজ থেকে ফিরে আসার ও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ না করার আহ্বান জানান। অন্যথায় এদেশের সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ ভেঙ্গে দিবে।