• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিন্দু মেনস ফ্যাশনের শুভ উদ্বোধন করলেন পিযুষ কান্তি দে

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৮

বিন্দু মেনস ফ্যাশন এর শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রোববার মধুবন সুপার মার্কেটের ২য় তলায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে এ ফ্যাশন শপের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মানসম্পন্ন পণ্য সরবরাহ করার মাধ্যমে একজন ব্যবসায়ী, সমাজকে সাহায্য করতে পারেন। ব্যবসায় সৎ হওয়া এবং গ্রাহকদের ভালো কিছু প্রদান করাও সমাজকে সাহায্য করার একটা উপায়। ব্যবসায়ীরা যদি সামাজিক দায়িত্বগুলো সঠিক ভাবে পালন করে তাহলে একটি ভাল ও উন্নত সমাজ তৈরি হবে। প্রত্যেক ব্যবসায়ী সমাজের প্রতি তাদের সাফল্যের জন্য ঋণী।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, বাপ্পা পাল, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কফিন মিয়া, সাধারণ সম্পাদক আলা মিয়া, ফয়সল আজাদ, ফয়সল আহমেদ, ফালেকুর ইসলাক বাচ্চু আব্দুল সামাদ, জাতীয়তাবাদি শ্রমিকদলের সিনিয়র সভাপতি গীতিকার মাসুক এলাহি চৌধুরী, নাট্য পরিচালক কামরুল চৌধুরি সহ বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।