• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে আজ থেকে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু কাপ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৮

সিলেটে আজ রবিবার থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)। আজ বেলা আড়াইটায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলার মুখোমুখি হবে গোলাপগঞ্জ উপজেলা। অপর ম্যাচে বিশ্বনাথ উপজেলা লড়বে ওসমানীনগর উপজেলার বিপক্ষে।

এর আগে বেলা ২টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। জেলা প্রশাসক নুমরী জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) ও জেলা ক্রীড়া সংস্থা (ডি.এস.এ.) এর সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে গিয়ে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।