• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

একই সড়কে প্রাণ গেল ৯ জনের

bijoy71news
প্রকাশিত মে ৩, ২০২১
একই সড়কে প্রাণ গেল ৯ জনের

তাছলিমা আফরিন আঁখি::
জৈন্তাপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।
এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেন-
ইন্না-লিল্লাহ
সকাল ৭ টায় জৈন্তাপুর ফেরিঘাটে, রাতে ১ টায় দরবস্ত বাজারে দুই- দুইটা এক্সিডেন একি দিনে ৯ জন জায়গায় মারা গেছে।
এই যেনো লাশের মিছিল জৈন্তাপুরে।
আল্লাহ তুমি জৈন্তাপুর কে রক্ষা করুন।
বিভিন্ন সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কে সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জৈন্তাপুরে পাখিবিল এলাকার পাঁচজন, গোলাপগঞ্জ উপজেলার দুইজন, কানাইঘাট উপজেলার একজন, জৈন্তাপুরের দরবস্ত এলাকার একজন। রোববার (২ মে) সকাল থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
রোববার সকাল ৬টায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহতের ২০ ঘন্টা অতিবাহিত হতে না হতে সিলেট-তামাবিল সড়কে আবারো দুর্ঘটনা ঘটে। আবারও ঘাতক ট্রাক কেড়ে নেয় আরো তিনজনের প্রাণ। আহত হয়েছেন আরও দুইজন। রাত ১১ টার দিকে বটেশ্বরের জালালনগর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মারা যান একজন।
এদিকে রোববার (১ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার দরবস্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।
একটি ইট বুঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানিক সহ সেখানে বসা অপর দুইজন মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মধ্যরাতের দুর্ঘটনার নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পশ্চিম এলাকার সিফাতুর রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একি গ্রামের মৌলভী সহরউল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০), জৈন্তাপুর উপজেলার বারোগাত্তি এলাকার তাজুল ইসলামের ছেলে সুমন আহমদ (১৮)।
গুরুতর আহত হলেন- উপজেলার চাল্লাইন এলাকার বিলাল আহমদের ছেলে সাহেল আহমদ (২৫)।
এর আগে রোববার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭), জামাল মিয়ার ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)।
আর আহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া ও জাকারিয়া স্ত্রী হাসিনা বেগম। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।