• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ব্যাপক গোলাগুলিতে যুবক নিহত

bijoy71news
প্রকাশিত মে ১, ২০২১
বিশ্বনাথে ব্যাপক গোলাগুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক::  সিলেটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সুমেল আহমদ (৩২)।
এই ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসকরা সুমেলকে মৃত ঘোষণা করেন।
আশংকাজনক মানিক মিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা এসব তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাস্তা নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষ শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর সুমেল মারা যান।