• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৯০৩

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৮

১৯০৩টি শূন্যপদে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন। এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদগুলোর চূড়ান্ত সুপারিশের সময় সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারের সর্বমোট ১৯০৩টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ৮টি বিভাগে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা যে ভাষায় পরীক্ষা দিতে আগ্রহী অনলাইনে ফরম পূরণ করার সময়ে তা উল্লেখ করতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমাদান শুরু হয়ে চলবে ১৫ নভেম্ববর পর্যন্ত।

কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক বলেন, ‘বর্তমানে কমিশন একসঙ্গে একাধিক বিসিএস পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে। এটি চাকরি প্রার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং এ কারণে বিসিএস নিয়ে তরুণদের মধ্যে আগ্রহ বাড়ছে। তাছাড়া বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় প্রার্থীরা বিসিএসের প্রস্তুতিতে অধিকতর মনোনিবেশ করছে। পাশাপাশি ২০১০ সালের বিধি মোতাবেক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্যাডার পদ না পেলেও নন-ক্যাডার পদে চাকরির সুযোগ পাচ্ছে।’

৪০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসন ক্যাডারে ২০০টি পদ, পুলিশ ক্যাডারে ৭২টি পদ, পররাষ্ট্র ক্যাডারে ২৫টি পদ, কর ক্যাডারে ২৪টি পদ, শুল্ক ও আবগারি ক্যাডারে ৩২টি পদসহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট ১৯০৩টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীকে http//bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে। কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।