• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস আজ

bijoy71news
প্রকাশিত মার্চ ২, ২০২১
স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস আজ

তাছলিমা আফরিন আঁখি ::
আজ ২ মার্চ স্বাধীনতার পতাকা ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস আজ।
১৯৭১ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। পতাকা একটি রাষ্ট্রের পরিচয় জাতীয়তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন হয়।

একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল, সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সভাপতি আসম আব্দুর রব।

এই পতাকা তৈরীর রয়েছে একটি উজ্জ্বল ইতিহাস। ১৯৭০ সালের ৬ জুন রাতে ঢাকার নিউমার্কেট থেকে সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কায়েদে আজম হলে, এখন তিতুমীর হল। কামরুল আলম খান খসরুর হাতে আনা কাপর্টি তখনও পতাকা হয়ে উঠেনি। ছাত্রনেতা শিব নারায়ন দাস নিপুণ হাতে লাল বৃত্তের মাঝে মানচিত্র এঁকে পতাকার চূড়ান্ত রূপ দেন । এরপর ২ মার্চ সর্বপ্রথম উত্তোলন হয়।
তারপরের দিন ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ শাহজাহান সিরাজ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম নিজ হাতে ধানমন্ডিতে তার নিজ বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন হাজার ১৯৭১ সালের ২৩ মার্চ। আর বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল ।