• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের পবিত্র কোরআন শরিফ বিতরণ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৮

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সিলেটের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা সংগঠনের কালিঘাটস্থ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিবের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট যুব সংগঠক মো: সাদিকুর রহমান সাদিক, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সিলেটের সহ-সভাপতি মো: বাবুল হোসেন, অর্থ সম্পাদক আরজান আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ধর্ম সম্পাদক গোলাম হোসেন ভুট্টো, ক্রীড়া সম্পাদক মজুমদার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির একমাত্র সনদ। পৃথিবীর এমন কোন বিষয় নেই যে সম্বন্ধে আল্লাহতায়ালা মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কোরআনে বর্ণনা করেননি। তাই আমাদের সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। নিজেদের চরিত্র পরিবর্তনের মাধ্যমে ঘুনেধরা, কলুষিত সমাজ পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।