• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংশ্লিষ্টরা রয়েছেন নীরব : এমপি মোকাব্বির

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১

সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এমপি মোকাব্বির
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে খোঁজ-খবর সেখানে ছুটে যান সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
শুক্রবার (২৬ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে ওই দিন দুপুর সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল রশিদপুর এলাকা পরিদর্শন করেন সাংসদ মোকাব্বির খান। এসময় তিনি বলেন, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। যা ভাষা প্রকাশ করা সম্ভব হবে। এই স্থানটিতে কিছু দিন পরপর দুর্ঘটনা। আর এতেই অনেকেই প্রাণ হারাচ্ছেন। কিন্তু সংশ্লিষ্টরা রয়েছেন নীরব। এখানে তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার লোকজন আন্দোলন করে আসছেন রশিদপুর পয়েন্টে একটি গোল চত্বরের জন্য। যদিও স্থানটি আমার সংসদীয় এলাকা নয় তারপরও সংশ্লিষ্টদের বলবো। এছাড়া এটি একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। আশপাশের কোথাও কোনো সাইনবোর্ড নেই। এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারেন না।
এসময় উপস্থিত ছিলেন এমপির এপিএস অসিত রঞ্জন দেব, স্থানীয় লোকজন, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি