পৌরসভার উপ-নির্বাচন
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছিলো বিএনপি। তবে দলীয় মনোনয়ন ফিরিয়ে দিচ্ছেন নার্জিস। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস বলেন, বিএনপি থেকে আমাকে মনোনয়ন প্রদান করা হলেও আমার এলাকার ভোটাররা চাচ্ছে আমি যেনো কোনো দলের প্রার্থী না হই। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আমি নির্বাচন করবো।
গত বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় ১৬ জন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়। অন্য প্রার্থীরা এসময় তাদের নাম প্রত্যাহার করে নেন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকার ভোটারদের নিয়ে বৈঠক করেন মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস।
নার্জিস জানান, বৈঠক এলাকাবাসী তাকে দলীয় প্রতিকে নির্বাচন না করতে প্রস্তাব করেন। এর পরিপেক্ষিতে তিনি বিএনপির দলীয় প্রতিকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকম’কে জানান, আমি বিএনপির সক্রিয় কর্মী হিসেবে ইচ্ছে ছিল দলীয় প্রতিকে উপ-নির্বাচনে অংশগ্রহণ করবো। কিন্তু এলাকাবাসীর স্বার্থে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে।
এ প্রসঙ্গে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি জানান, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উস সুন্নাহ চৌধুরী নার্জিসকে মনোনয়ন দিলেও তিনি তার এলাকাবাসীর জন্য এ মনোনয়ন ফিরিয়ে দিয়েছেন। আজ শুক্রবার বিএনপির মনোনয়ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে জরুরী বৈঠক করবে স্থানীয় বিএনপি।
এদিকে গত নির্বাচনে পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন দলীয় প্রতীকে নির্বাচন করলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মৃত্যু বরণ করলে শূন্য হওয়া মেয়র পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌররসভার উপনির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৯ সেপ্টেম্বর; ১০ সেপ্টেম্বর বাছাই; ১৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।