• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাতৃভাষা দিবসে ৮নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্মরণে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর পূর্বে সকাল ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দেক আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কানাই দত্ত, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মহানগর আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, মহানগর আওয়ামীলীগ সদস্য সুদীপ দে, সদস্য সাব্বির খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের অর্থ সম্পাদক ফজর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমদ সুমন, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ দেব, প্রচার সম্পাদক শফিক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতি লাল দাস, মহানগর যুবলীগ নেতা সেলিম আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদির খান, ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুবির তালুকদার পাংকু, মহানগর ছাত্রলীগ নেতা সত্যজিত চক্রবর্তী সজিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রণব রঞ্জন চন্দ পাপ্পু, আরিফ আহমদ, ঝন্টু সরকার, কল্যাণ ব্রত দাস, তুষার দাস, খলিল মিয়া, ফারুক মিয়া, জুয়েল আহমদ, ফয়ছল মিয়া, রাজন আহমদ, সালমান আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি