• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটিকে এম. আসকির আলীর অভিনন্দন

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১
বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটিকে এম. আসকির আলীর অভিনন্দন

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলী’র ছোটভাই এম. আসকির আলী
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিশ্বনাথ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি দৈনিক সমকাল ও চ্যানেল এস ইউকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের ও দৈনিক শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নবীন সোহেল সহ সকল নেতৃবৃন্দকে এ অভিনন্দন জানান তিনি।
এসময় তিনি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি, সময়ের ডাক ডটকম), সহ-সভাপতি কামাল হোসেন (যায়যায়দিন, একাত্তরের কথা, সিলেট সান ডটকম), যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ, সিলেট আপডেট ডটকম) কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট, বাংলাপেইজ ডটকম), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব, সিলেটের বাণী, বিশ্বনাথের ডাক ডটকম), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট, সিলেট প্রতিদিন ২৪ডটকম), নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ (মাসিক আল-ফারুক), আশিক আলী (দৈনিক যুগান্তর, দৈনিক যুগভেরী, সিলেট প্রতিদিন ), রোহেল উদ্দিন (গণমুক্তি, কেটিভি), শুকরান আহমদ রানা (সকালের সময়, সিলটিভি), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ জৈন্তাবার্তা) নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় এম. আসকির আলী বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব উপজেলার ইতিহাস ঐতিহ্যকে লালন করে সত্য, ন্যায়, নিষ্ঠা ও সততার মাধ্যমে আগামীতে বিশ্বনাথের অবহেলিত, বঞ্চিত মানুষের কথা তুলে ধরবে। প্রেসক্লাবের নতুন নেতৃত্ব মহান সাংবাদিকতায় পেশাধারীদের সুরক্ষায় এগিয়ে যাবে। ঐক্যবদ্ধ সাংবাদিকতায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামীতে নেতৃত্বের দিকে মাইল ফলক হয়ে কাজ করবেন।এম. আসকির আলী আরও বলেন, এ সংগঠনের সদস্যগণ পাঠকগণের নিকট বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন কমিটির কর্মদক্ষতায় বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যক্রমে আরো গতিশীল আসবে। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে নতুন কমিটি আরও কার্যকরি ভূমিকা পালনে সক্ষম হবে।প্রেস বিজ্ঞপ্তি