• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

লালাবাজারে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত ১৫

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
লালাবাজারে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষ, আহত ১৫

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল ও ভাঙা বোতলের টুকরো নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন আছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাওনা টাকার ব্যাপারে বেঙ্গল ফুডে যান মসজিদের কোষাধ্যক্ষ পাপড়ী রেস্টুরেন্টের মালিক লিটন আহমদ। এসময় মসজিদের টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পওে পাপড়ী রেস্টুরেন্টের লিটন পক্ষ বেঙ্গল ফুডের নাজির উদ্দিনকে ধাওয়া করেন। এরপর সংঘর্ষ হিলু রাজিবাড়ি ও কাটাদিয়া গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় পাপড়ীর লিটন পক্ষ ও নাজির উদ্দিন পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ মোতায়েন রয়েছে বাজারে। ইউপি চেয়ারম্যানসহ এলাকার প্রবীণ মুরব্বিগণ ঘটনার সুন্দর সমাধানে উদ্যোগ নিয়েছেন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত।’
এ বিষয়ে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল বলেন,‘ উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এবং আগামী মঙ্গলবার সকালে এটা সালিশ মিটিংয়ের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা করা হবে।’
জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,‘ আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কোনো পক্ষই অভিযোগ করেনি। স্থানীয়ভাবে আপস বৈঠকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি থেকে এই ঘটনা ঘটেছে। প্রেস বিজ্ঞপ্তি