বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্তআগের ম্যাচের নায়ক তপু বর্মণ আবারও আবির্ভূত হলেন ত্রাতা হিসেবে। এই ডিফেন্ডারের হেডেই এলো দুর্দান্ত এক জয়। বৃহস্পতিবার পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো লাল-সবুজ জার্সিধারীরা।
অগোছালো ও অপরিকল্পিত ফুটবলই দেখা গিয়েছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রথমার্ধে। দুই দলের কেউই নিশ্চিত কোনও সুযোগ তৈরি করতে পারেনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে। তাই গোলশূন্যভাগেই শেষ হয় প্রথমার্ধ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। তাই রক্ষণের দিকেই হয়তো বেশি মনোযোগ দিয়েছেন তিনি। কাউন্টার অ্যাটাকিং ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে বারকয়েক আক্রমণ চালালেও তাতে পরিকল্পনা ছিল না একেবারেই। তাই সুযোগ তৈরিতে পাকিস্তানই ছিল এগিয়ে।
২৯ মিনিটে ভালো সুযোগ তৈরি হয় পাকিস্তানের। যদিও তাতে বাংলাদেশের রক্ষণের অবদানই বেশি! স্বাগতিকদের রক্ষণের ভুলে বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন পাকিস্তান ফরোয়ার্ড মুহাম্মদ আদিল। লম্বা থ্রো থেকে হেড করেছিলেন পাকিস্তানের এক খেলোয়াড়, তার হেড বাতাসে ভাসতে ভাসতে চলে আসে বাংলাদেশের রক্ষণে। ডিফেন্ডার তপু বর্মণ লাফিয়ে হেড করার চেষ্টা করলেও পারেননি, বল চলে যায় বক্সের মধ্যে। ক্ষীপ্রগতিতে আদিল বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক শহীদুল আলম বিপদ হতে দেননি।
৩৩তম মিনিটে বাংলাদেশ তৈরি করেছিল গোলের সম্ভাবনা। বাঁ প্রান্ত দিয়ে জামাল ভূঁইয়া পায়ের দারুণ কাজে বোকা বানান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে, এরপর বাঁ পায়ে ক্রস করে বক্সের ভেতর। যদিও সেটি বিপদমুক্ত করেন পাকিস্তান ডিফেন্ডার আবসুলা নাসির কাজী।
এরপর আরও কয়েকবার বাংলাদেশ আক্রমণে উঠলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে পড়েছে। বিপরীতে পাকিস্তান বাধা পড়েছে স্বাগতিকদের রক্ষণ কিংবা গোলরক্ষকের সামনে।
নিজেদের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও একই ফলের লক্ষ্যে মাঠে নামে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও কাজটা কঠিনই তাদের জন্য, কারণ নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে শক্তিশালী পাকিস্তান। দুই দলের তাই সমান ৩ পয়েন্ট। যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এনেছেন কোচ জেমি ডে। ভুটান ম্যাচে খেলা আতিকুর রহমান ফাহাদের জায়গায় সুযোগ পেয়েছেন মামুনুল ইসলাম। এই মিডফিল্ডার ভুটানের বিপক্ষেও মাঠে নেমেছিলেন, তবে বদলি হিসেবে।