• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘নির্বাচন ২৭ ডিসেম্বর, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন সরকার’

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে গঠন করা হবে নির্বাচনকালীন সরকার।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। আর আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে গঠন করা হবে নির্বাচনকালীন সরকার।
অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচনকালীন সরকারের আকার হবে ছোট। এতে বিএনপির অংশগ্রহণ থাকবে না।
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবির মধ্যেই সরকারের এ অবস্থানের কথা জানালেন মুহিত।
প্রসঙ্গত, আইন অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করার সংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।