• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্রান্সে বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে সহায়তার আহবান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
ফ্রান্সে বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে সহায়তার আহবান

ফ্রান্সের রাজধানী প্যারিস উপকণ্ঠ বাংলাদেশ অভারভিলা জামে মসজিদের বর্ধিত-করণের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশী মুসলমান সহ সবাইকে বর্ধিত-করণ কাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ফ্রান্স বাংলাদেশ অভারভিলা জামে মসজিদের খাদেম, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি নেতা সালেহ আহমেদ চৌধুরী।

২৩ অক্টোবর ২০২০ ইংরেজি (শুক্রবার) আলাপকালে তিনি জানান, আমরা এই অভারভিলা জামে মসজিদের জায়গা সম্পূর্ণভাবে ক্রয় করে নিতে চাই। আমাদের মসজিদের পাশে একটি জায়গা রয়েছে আন্ডারগ্রাউন্ড। সেটি কিনে নিলে একসাথে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

তিনি জানান, বর্তমানে নামাজের সময় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত জায়গা থাকেনা। বিশেষ করে জুম্মার নামাজে অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এ জন্য আমরা এরূপ উদ্যোগ গ্রহণ করেছি।

সহায়তার জন্য নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি। ব্যাংক একাউন্টের মাধ্যমেও সরাসরি সহযোগিতা করা যাবেও বলে তিনি জানিয়েছেন।

যোগাযোগ: Tél: +33 652950207 অথবা +33 646431474 অথবা +33 751387022
email : bdmosqueauber@gmail.com

 

ব্যাংক একাউন্টঃ BNP PARIBAS RIB (Relevé d’ldeutité Bancaire):

Association culturelle de la musulmane du Bangladesh
Domicile: (AUBERVILLIERS (00829)
RIB: 30004 00829 00010208546 13 IBAN : FR76 3000 4008 2900 0102 0854 613
BIC : BNPAFRPPBGT