• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২য় বারের মত শপথ গ্রহণ করলেন কাউন্সিলর আফতাব

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৮

 

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কাউন্সিলরদের এ শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য শেষে আফতাব হোসেন খান বলেন, সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট প্রধান করে আমার ওয়ার্ডবাসী আমাকে পুনরায় বিজয়ী করেছেন তাই অর্পিত দায়িত্ব পালনে জীবনের শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে হলেও মানুষের ঋন পরিশোধ করবো। আমি সব সময় জনগণের দায়িত্ব নিয়ে কাজ করেছি। জনগণের ভালবাসা নিয়ে আজীবন গরীব-দু:খী, মেহনতী মানুষের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই সিলেট কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আফতাব হোসেন খান ঘুড়ি প্রতীক নিয়ে ৭৩০০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ লাঠিম প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫২ ভোট।