• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইস্কন মন্দিরে ১২২ পাউন্ডের কেক কেটে স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি পালন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৮

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে মঙ্গলবার রাতে ইসকন সিলেটের উদ্যোগে কেক কাটা হয়েছে। ১২২ পাউন্ড ওজনের কেক কাটেন ইসকন বাংলাদেশের জিবিসির প্রতিনিধি শ্রী নাড়– গোপাল দাস, সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেটের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিনহা, পুলিশের এএসপি মোঃ শাখাওয়াত হোসেন, এসএমপির সহকারি পুলিশ কমিশনার অমূল্য কুমার চৌধুরীসহ ইসকন সিলেটের নেতৃবৃন্দ। ওইদিন কেক কাটা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীল প্রভুপাদের মহিমা র্কীর্তন, অপারিং লেটার পাঠসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ইসকন বাংলাদেশের সহ সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন সিলেটের ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাসের পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের কোষাধ্যক্ষ অচিন্ত্য নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস, ইসকন সিলেটের সাবেক সংকীর্তন প্রচার বিভাগের সহকারী পরিচালক সিদ্ধমাধব দাস প্রমুখ।