প্রধানমন্ত্রীর সৃদৃষ্টি কামনা করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সিলেট গ্রামার স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
তিনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন-মানুষ গড়ার কারখানা, কারিগর, উৎপাদনরত পন্য এসবের কি হবে?মাননীয় প্রধানমন্ত্রী, ভাল মান সম্পন্ন বেসরকারী স্কুলগুলোকে টিকিয়ে রাখতে আপনার সুদৃস্টি কামনা করছি।মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই জানেন মোটামুটি পৃথিবীর সব জায়গায় এ লেভেলস বা টুয়েলভ ক্লাস পাশ করা বাধ্যতামূলক। ঢাকা,চট্টগ্রাম, সিলেট সহ আরও কিছু বিভাগীয় শহরে ভালো মানসম্পন্ন প্রাইভেট ইংলিশ মিডিয়াম,ন্যাশনাল কারিকুলামের ইংলিশ /বাংলা ভারসন স্কুল আছে,যা গত মাস থেকে সরকার করোনা ভাইরাসের কারনে বন্ধ করে দিয়েছে।এই সমস্ত স্কুলগুলো ছাত্র -ছাত্রীদের টিউশন ফির মাধ্যমে শিক্ষক,শিক্ষিকার বেতন,স্কুল টিফিন,বড়ীভাড়া, অন্যান্য স্টাফ ও সিকিউরিটি বেতন,ট্রান্সপোর্ট খরচ,ইলেকট্রিসিটি বিল,গ্যাস বিল, ভ্যাট,আয়কর ইত্যাদি পরিশোধ করা হয়।এদিকে মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ছাত্র -ছাত্রীদের বিশেষ করে O Levels, A Levels এর বা সমমানের যারা,তারা বিশেষ ভাবে পিছিয়ে পড়বে।এই অবস্থায় সিমীত আকারে স্কুল খোলা রেখে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই জাতীয় প্রাইভেট স্কুলগুলোকে চালু রাখার জন্য আপনার প্রনোদনা তহবিল থেকে বিগত রেজাল্ট দেখে প্রত্যেক স্কুল প্রতি এককালিন কম সুদে দেড় থেকে দুই কুটি টাকা বরাদ্দ প্রদান করে স্কুলগুলো চালু রাখুন,না হয় অনেক স্কুল বন্ধ হয়ে যেতে পারে।আমার যতটুকু মনেপড়ে, শিক্ষাকে আপনার সরকার শিল্প হিসেবে ঘোষনা দিয়েছিল। তাই “শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই স্লোগান টিকিয়ে রাখতে আপনার আশু সুদৃস্টি কামনা করছি।