সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য এবং শেখ হাসিনা মনোনীত কুচাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী জাকিরুল আলম জাকির মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে সিলেটবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকালে তিনি তাঁর ফেইসবুক স্ট্যাটাসে এ শুভেচ্ছা জানান। স্ট্যাটাসটি হুবুহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
তবুও নববর্ষের শুভেচ্ছা…
প্রিয় সিলেটবাসী। পুরোবিশ্ব আজ করোনা ভাইরাস নামক মহামিরর কালো থাবায় বিধ্বস্ত। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও। রেহাই পায়নি ৩৬০ আউলিয়ার ভূমি সিলেটও। আমাদের সকল আবেগ অনুভূতিতে এই করোনা ভাইরাস আজ বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাসের জন্য আমরা পালন করতে পারিনি বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি। একইভাবে আজ বাংলা বছরের প্রথমদিন নববর্ষও পালন করতে হচ্ছে বন্ধ ঘরে। এ ব্যথা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। তবুও আমরা দেশ ও জাতির ক্রান্তিলঘ্নে পরিজন আর স্বজনদের স্বার্থে ঘরে থাকতে হচ্ছে। যদি মহান আল্লাহতালা আমাদের করুনা করে করোনামুক্ত করেন তাহলে আমরা অনেক নববর্ষ পাবো এবং পালন করব। দুঃখ ভরা এ নববর্ষে আমার রাজনৈতিক অভিভাবক সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। দয়া করে নিজের পরিবারের স্বার্থে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আপনাদের জাকিরুল আলম জাকির।