• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিজের ঘরের চুলা জ্বললে ওয়ার্ডের মানুষ অনাহারে থাকবেন না : লিপন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০

ওয়ার্ডবাসীর উদ্দেশে আবেগঘন স্ট্যাটাস দিলেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বকস্ লিপন। রোববার রাতে তিনি তাঁর ফেইসবুক আইডি থেকে এ স্ট্যাটাসটি পোস্ট করেঠেন। বিজয়৭১নিউজ-এর পাঠকদের জন্য লিপন বক্সের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

‘প্রিয় ২৬ নম্বর ওয়ার্ডবাসী। আমরা এখন কঠিন এক মুহূর্তের মুখোমুখি। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদেরকে কর্মহীন সময় কাটাতে হচ্ছে। ওয়ার্ড, নগরী, তথা সিলেটের মানুষের স্বার্থে আমরা এখন ঘরবন্দি। এমন পরিস্থিতিতে আপনারা কতোটা কষ্টে আছেন-আমি তা উপলব্ধি করছি। আপনাদের সকল কষ্ট যদি নিজের কাঁধে নিতে পারতাম তাহলে নিজেকে কিছুটা হলেও শান্তনা দিতে পারতাম। তবুও আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের পাশে দাঁড়াতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি-আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেওয়ায় এ দুঃসময়ে আমি আপনাদের পাশে থেকে কাজ করছি। পালিয়ে যাইনি। আপনারা নিরাপদে ঘরে থাকলেও আমি আপনাদেরই জন্য বাইরে আছি। ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত প্রায় ৩৬শ পরিবারের উপহারের খাদ্যসামগ্রী আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এছাড়া নিজের ব্যক্তিগত অর্থায়নে আরো প্রায় ৩৫শ পরিবারকে উপহারের খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি যেটুকু উপহার নিয়ে আপনাদের দরজায় হাজির হয়েছি-তা শুধুই উপহার, কোনো দান বা সাহায্য নয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি-আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। তাই যদি ওয়ার্ডের কোনো মধ্যবিত্ত পরিবার, এমনকি নিম্নবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েন; অথচ কাউকে বলতে পারছেন না-তাহলে অবশ্যই আপনারা গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি-আপনাদেরকে দেওয়া উপহারের কথা আমি ডান হাতে দিলে আমার বাম হাতও জানবে না-এটা আমার ওয়াদা। এই দুঃসময়ে আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। আর আমার উপর একটু হলেও আস্থা রাখুন। কথা দিচ্ছি-আমার ঘরের চুলা জ্বললে আপনারা অনাহারে থাকবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ঘরে থাকুন। জয় বাংলা।’ আপনাদের তৌফিক বকস্ লিপন। প্যানেল মেয়র-১ কাউন্সিলর-২৬ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন।