• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহী ঈদগাহে ৫শ পরিবারকে সহায়তা দিলেন ফরহাদ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০

সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, বৃহত্তর শাহী ঈদগাহ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা এবং প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুর রহমান ফরহাদের উদ্যোগে শাহী ঈদগাহে ৫শ দরিদ্র, হতদরিদ্র পরিবারের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ মহতি উদ্যোগে ফরহাদকে সার্বিক সহযোগিতা করেন তার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা।
শাহী ঈদগাহ আওয়ামী লীগের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এমদাদুর রহমান ফরহাদ বলেন, করোনা ভাইরাসের কারণে অফিস, আদালত, গণপরিবহন বন্ধ রয়েছে। শ্রমজীবী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে আমরা প্রায় ৫শ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্রসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। বিতরণকালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা অক্লান্ত পরিশ্রম করেছে। তিনি বলেন, পরবর্তীতে আমরা অসহায় পরিবারগুলোকে যাতে আরো বড় পরিসরে সহায়তা দিতে পারি, সে ব্যাপারেও আলোচনা চলছে। ফরহাদ বলেন, আমাদের দৃষ্টিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অসহায় হচ্ছেন মধ্যবৃত্ত পরিবারের সদস্যরা। ওই শ্রেণির মানুষ কাউকে কিছু বলতে পারেছন না। তাই তাদের পাশেও আমরা দাঁড়াব। সেক্ষেত্রে ওই সকল পরিবারের পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। সমাজের বিত্তবানরা এসব কাজে এগিয়ে আসার আহ্বানো জানান সাবেক এ ছাত্রলীগ নেতা। বিজ্ঞপ্তি