• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি সোনাসহ যাত্রী আটক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. গিয়াস উদ্দিন নামের এক বিমানযাত্রীর কাছ থেকে সোয়া পাঁচ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।
ওই যাত্রী বুধবার সকাল ৮টার দিকে মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে চট্টগ্রামে আসেন।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে চট্টগ্রামে এসে নামেন মো. গিয়াস উদ্দিন নামের এক যাত্রী। এরপর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছার পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪৫টি সোনার বার জব্দ করি।
তিনি বলেন, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম। যার বাজারে বর্তমান মূল্য আনুমানিক সোয়া ২ কোটি টাকা। গিয়াস উদ্দিনের চট্টগ্রামের বাসিন্দা।