• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জ জাপার সভাপতি সামাদ চৌধুরী আর নেই : সাইফুদ্দিন খালেদের শোক

bijoy71news
প্রকাশিত মার্চ ৩১, ২০২০

জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য নেতাকর্মীসহ অনেক গুণগাহী রেখে গেছেন।
১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতি করে আসা সামাদ চৌধুরী সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা জাপার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার রাত ৯টায় জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়ার নিজ বাড়ির সম্মুখে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
সাইফুদ্দিন খালেদের শোক : জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়ে বলেছেন, সামাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় পার্টির অপুরণীয় ক্ষতি হয়েছে। যা কাটিয়ে ওঠা অসম্ভব।